কোভিড-১৯ রোগের নিরাময়ক ওষুধ এবং টিকা তৈরির জন্য বিশ্বব্যাপী দিনরাত খাটছেন বহু বিজ্ঞানী-গবেষকরা। বেশ কিছু টিকা পরীক্ষা-নিরীক্ষার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতেই ২০২১ সালের প্রথম দিক ছাড়া টিকা জনসাধারণের জন্য সহজলভ্য হবে না। এই অবস্থায় চিকিৎসকরা কোভিড পজিটিভ রোগীদের চিকিত্সার জন্য বিভিন্ন বিকল্প চিকিৎসা পদ্ধতি ব্যবহার করে দেখছেন। ডেক্সামেথেসোন, ফ্যাভিপিরাভির এবং হাইড্রক্সিক্লোরোকুইন-এর মতো অন্যান্য রোগের ওষুধ কোভিজ রোগীদের দিয়ে দেখা হচ্ছে তা রোগ প্রতিরোধ করতে পারছে কি না। কিন্তু তাই বলে মুখে স্প্রে করে কোভিড সারবে কি? আসুন দেখা যাক।