মার্কিন সেনা ভালভাবে দেশ না ছাড়তেই আফগানিস্তানের ক্ষমতা চলে গিয়েছে চরমপন্থী অসলামি গোষ্ঠী তালিবানদের হাতে। রবিবার তালিবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করেছিল, আর ওইদিনই পদত্যাগ করেন সদ্য প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গ্রামীণ অঞ্চলের বেশিরভাগ অংশই গত কয়েক মাসে তালিবানদের হাতে চলে এসেছিল। কিন্তু, প্রাদেশিক রাজধানীগুলির মধ্যে প্রথমটি তাদের হাতে এসেছিল মাত্র ১০ দিন আগে। পরের কয়েকদিনে যেন ঠিক 'কোথা থেকে কী হইয়া গেল'। কীভাবে, ২০ বছর ধরে লড়াই করতে করতে আচমকা ১০ দিনের মধ্যে পুরো আফগানিস্তানের দখল নিল তালিবানরা? আর তাদের হাত থেকে একেবারে প্রাণ হাতে করে পালিয়েছিলেন আফগান সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর আজমল আহমদি। কীভাবে, আসুন দেখে নেওয়া যাক -