তবে শেষটা এভাবে হওয়ায় তিনি আফগান নেতৃত্বকে দুষেছেন। বলেছেন, তালিবানরা কাবুল দখল করলে কীভাবে সরকারি কর্মীদের অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়, তাই নিয়ে সরকারের কোনও পরিকল্পনাই ছিল না। কেউ কারোর সহ্গে যোগাযোগ না করে, যে যার নিজের মতো কেটে পড়েছেন। রাষ্ট্রপতির ঘানিরও সমালোচনা করে তিনি বলেছেন, রাষ্ট্রপতির ধারণাগুলি দুর্দান্ত ছিল, কিন্তু দুর্বল ছিল তার বাস্তবায়ন। তিনি নিজেও সেই দোষের অংশ বলে মেনে নিয়েছেন প্রাণ হাতে করে দেশ ছেড়ে পালানো সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নর। পরে জানতে পেরেছেন, তালিবানরা তার খোঁজ করেছিল।