পৃথিবীতে যেন চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধ কোনও দেশের সঙ্গে দেশের নয়। এই যুদ্ধ সম্পূর্ণ মানবসভ্যতার টিকে থাকার লড়াই। গোলা-বারুদ নিয়ে সৈনিকরা নন, এই লড়াই লড়ছেন গলায় স্টেথো ঝুলিয়ে ডাক্তাররা, লড়ছেন হাতে ওষুধ আর জল নিয়ে নার্সরা, অ্যাম্বুল্য়ান্স চালকরা, জীবনের ঝুঁকি নিয়ে লকডাউন সফল করতে রাস্তায় নামা পুলিশ বাহিনী - এরকম আরও অনেক পেশার করোনাযোদ্ধারা। আর তাদের সঙ্গে মানুষের টিকে থাকার এই লড়াইয়ে সামিল হেছে যন্ত্রমানব বা রোবটরাও। কোথাও রোগীর শুশ্রুষা, কোথাও রোগীদের নজরদারি, কোথাও লকডাউন সফল করতে পুলিশি টহলদারি, এমনকী হাসপাতালে রোগীদের জন্য রান্নাও করে দিচ্ছে তারা। একনজরে দেখে নিন বিশ্বজুড়ে কীভাবে করোনা-যুদ্ধে মানুষের পাশে দাঁড়িয়েছে যন্ত্রমানব-রা -