মহামারি করোনাকে প্রতিহত করতে অনেকেই হার্ড ইমিউনিটির কথা বলছে। তবে করোনা জয় করতে যদি স্বাভাবিকভাবে শরীরে হার্ড ইমিউনিটি তৈরি করার চেষ্টা হয় তবে তা ভয়াবহ হতে পারে। এক লাফে কয়েক গুণ বেড়ে যেতে পারে মৃত্যুর সংখ্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'-র করোনা সংক্রান্ত টেকনিক্যাল হেড মারিয়া ফন কারখোভে এমন আশঙ্কার খবরি শোনালেন।