গত ১৬ জানুয়ারি ভারতে করোনার টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। আর গত ২০ জানুয়ারি থেকে ভারত প্রতিবেশি দেশে ভ্যাকসিন পাঠানো শুরু করে। প্রথমেই ভ্যাকসিন গিয়েছিল ভুটান ও মালদ্বীপে। তারপর একে একে 'নেবারহুড ফার্স্ট' বা 'প্রতিবেশি আগে' নীতি মেনে ভারত সরকার নেপাল, মায়ানমার, আফগানিস্তান ও বাংলাদেশে কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ করেছে।