শুধুমাত্র ঋষি সুনক নন, বিশ্বের বিভিন্ন ক্ষমতাসীন পদে অধিষ্ঠিত রয়েছেন বহু ভারতীয় বংশোদ্ভূত

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি ছাড়াও গোটা বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ক্ষমতায় আসীন হয়েছেন বহু ভারতীয় বংশোদ্ভূত। 

Web Desk - ANB | Published : Oct 26, 2022 7:38 PM
112
শুধুমাত্র ঋষি সুনক নন, বিশ্বের বিভিন্ন ক্ষমতাসীন পদে অধিষ্ঠিত রয়েছেন বহু ভারতীয় বংশোদ্ভূত

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তিনি ছাড়াও গোটা বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ক্ষমতায় আসীন হয়েছেন বহু ভারতীয় বংশোদ্ভূত। তাঁদের মধ্যে উজ্জ্বল নাম, কমলা হ্যারিস। ২০২১-এর গোড়ার আমেরিকার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন ডেমোক্র্যাটিক পার্টির নেত্রী কমলা হ্যারিস।

212

শুধু ভারতীয় বংশোদ্ভূত হিসেবেই নয়, ২০২০-র নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনের ‘রানিং মেট’ হিসাবে জিতে কমলা আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হওয়ারও রেকর্ড গড়েছিলেন। 

312

ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত ৪২ বছরের ঋষি সুনক শুধুমাত্র সেই দেশের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রীই নন, তার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচিত ব্রিটেনের সবচেয়ে কমবয়সি নেতাও বটে।

412

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসের নাগরিকদের বেশিরভাগই ভারতীয় বংশোদ্ভূত। শুধু প্রধানমন্ত্রী প্রবিন্দ নন, সেখানকার প্রেসিডেন্ট পৃথ্বীরাজ রুপুনও ভারতীয় বংশোদ্ভূত।

512

২০১৭ সাল থেকে মরিশাসের প্রধানমন্ত্রী পদে থাকা প্রবিন্দ জুগনথের পূর্বপুরুষেরা গিয়েছিলেন উত্তরপ্রদেশ থেকে। তাঁরা ছিলেন হিন্দু আহির জনগোষ্ঠীর মানুষ।

612

২০১৫ সাল থেকে পর্তুগালের প্রধানমন্ত্রী পদে থাকা অ্যান্টোনিও কোস্টার পূর্বপুরুষেরা ছিলেন পর্তুগিজ উপনিবেশ গোয়ার মানুষ। কোঙ্কনি ভাষায় অ্যান্টোনিওকে ডাকা হয় ‘বাবুশ’ নামে। এই শব্দটির অর্থ ‘ভালবাসার মানুষ’।
 

712

দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম রাষ্ট্র সুরিনামে ২০২০ সাল থেকে প্রেসিডেন্ট পদে রয়েছেন চন্দ্রিকাপ্রসাদ সান্তোখি। ৬৩ বছরের এই প্রাক্তন পুলিশ অফিসার অবশ্য নিজের দেশে ‘চ্যান’ নামে পরিচিত।

812

দক্ষিণ আফ্রিকার আর এক দেশ, সাবেক ব্রিটিশ উপনিবেশ গায়নার প্রেসিডেন্ট পদে রয়েছেন আরও এক ভারতীয় বং‌শোদ্ভূত, ৪২ বছরের মহম্মদ ইরফান আলি।

912

ঋষি বা অ্যান্টোনিওর মতো শীর্ষ পদে না হলেও এই মুহূর্তে বিশ্বের অন্তত ১৫টি দেশের অর্ধশতের বেশি ভারতীয় মন্ত্রী রয়েছেন বলে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছিল।

1012

ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রীর সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে।

1112

প্রধানমন্ত্রী হওয়ার আগে ব্রিটেনে অর্থমন্ত্রীর পদও সামলেছেন ঋষি। ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দেখা গিয়েছে প্রীতি পটেল, সুয়েল্লা ব্রেভারমানের কনজ়ারভেটিভ নেত্রীদের।

1212

গত জুলাইয়ে বরিস জনসনের ইস্তফার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে নেমেছিলেন ঋষি। কিন্তু শেষ পর্যন্ত লিজ় ট্রাসের কাছে ভোটাভুটিতে হেরে যান তিনি। এ বার কনজ়ারভেটিভ পার্টির এমপিদের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থনে ঋষি প্রধানমন্ত্রী হলেন।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos