ক্রিমিয়ার সংযোগকারী সেতুতে হামলার পর ইউক্রেনের ওপর এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ সারা দেশের অনেক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইউক্রেন বলছে, রাশিয়া অন্তত ৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যমও বলছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কার্যালয় উড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ইউক্রেন প্রশাসনের তরফে কোনও সত্যতা মেলেনি।