পোলারিস সলিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জামের প্রভূত উন্নতি ঘটলেও, গত ৫০ বছরে ক্যামোফ্লেজ নেট-এর খুব বেশি পরিবর্তন ঘটেনি। সেই থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করার ভাবনা এসেছিল তাদের মাথায়। ক্যামোফ্ল্যাজ নেট তৈরির জন্য একেবারে নতুন ধরণের একটি উপাদান আনতে চেয়েছিল তারা। আর তার থেকেই 'টিভিসি'র উৎপত্তি।