আরেকটি ছবিতে দেখা যাচ্ছে কিম ও তাঁর বোন একে ওপরের দিকে জল ছেটাতে, আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, কিম শাওয়ার নিচ্ছেন এবঙ ব্যকগ্রাউন্ড - এ সবুজ গাছে ভরা, বালুকাময় বীচ এবং নীল উন্মুক্ত আকাশ। অপরদিকে কিম কার্দাশিয়ানের বোন খয়ী এবনগ তাঁর স্বামী এনবিএ স্টার ট্রিস্টান থম্পসন তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষা করছেন, যদিও এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে, এবং দ্বিতীয় সন্তান ছেলে হবে বলেই জানা যাচ্ছে, সারোগেসির মাধ্যমে দ্বিতীয় সন্তানের মা হবেন খয়ী।