কলম্বিয়ার ছোট্ট মেয়ে ওমায়রা সানচেজ। যার মৃত্যু এখনও মনে করলে শিহরিত হয় বিশ্বের অনেক মানুষ। ১৯৮৫ সালের আরমেরো ট্র্যাজেডি আর কলম্বিয়া সরকারের নীরবতার বলি এই ছোট্ট মেয়ে। টানা তিন দিন বা ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ছোট্ট মেয়েটি আগ্নেয়গিরির ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে জীবনের লড়াই চালিয়ে গিয়েছিল। কিন্তু হাতের ওপর হাত রেখে দেখা ছাড়া আর কিছুই করণীয় ছিল না উদ্ধারকারীদের। কিন্তু জীবনের উদ্যমে ভরপুর ওমায়রা কংক্রিটের মধ্যে আটকে থেকেও বাঁচার স্বপ্ন দেখেছিল। দিয়ে গিয়েছিল ইন্টারভিউ। চেয়েছিল বাঁচতে। কিন্তু উদ্ধারকারীদের হাত-পা বাঁধা ছিল তাই ধীরে ধীরে মৃত্যুই জিতে গিয়েছিল ওময়াকে হারিয়ে।