হাসপাতালের জরুরি বিভাগে এক জখমকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাচ্ছেন এক নিরাপত্তারক্ষী। লেবানান সরকারের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। জখম ৪০০০। তবে, বেসরকারি সূত্রে দাবি, মৃতের সংখ্যা এর থেকেও বেশি। এমনকী বিস্ফোরণের পর থেকে অসংখ্য মানুষের খোঁজ মিলছে না। বিস্ফোরণের সময় এই নিখোঁজ ঘটনাস্থলের খুব কাছেই ছিলেন।