ভয়াবহ বিস্ফোরণের পর এখন আতঙ্কে বেইরুট। এই ঘটনার সঙ্গে আদৌ কোনও জঙ্গি সংযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, সরকারিভাবে এখনও পর্যন্ত এই ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে কোনও জঙ্গি কার্যকলাপের যোগের কথাকে নিশ্চিত করা হয়নি। লেবানন সরকারের একটি সূত্র থেকে দাবি করা হয়েছে, বন্দর এলাকায় গুদামে মজুত দাহ্য পদার্থ থেকেই বিস্ফোরণ। কিন্তু, সেই দাহ্য পদার্থ কী ধরনের- তা নিশ্চিত করা হয়নি। তবে, সরকারের আর একটি সূত্র থেকে দাবি করা হয়েছে যে বিস্ফোরণের পিছনে মজুত অ্যামোনিয়াম নাইট্রেট। কয়েক বছর আগে এই অ্যামোনিয়াম নাইট্রেট একটি জাহাজ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল।