রবিবারই জানা গিয়েছিল কে পি শর্মা ওলি-নেতৃত্বাধীন নেপাল সরকার যে নতুন নেপালি মানচিত্র প্রকাশ করেছে, তা গুগল সংস্থা এবং রাষ্ট্রসংঘের কাছে পাঠানো হবে। তবে নেপাল সরকারিভাবে সেই ম্য়াপ পাঠালেও নিউইয়র্কের রাষ্ট্রসংঘের সদর দফতর সূত্রে খবর সেই মানচিত্র এই আন্তর্জাতিক সংস্থা গ্রহণ করলেও তাকে সরকারি স্বীকৃতি দেওয়া হবে না। তবে এই মানচিত্র পাঠানোর দৌলতে নেপাল নিজেদের তৈরি জালেই আটকে যেতে পারে বলে মনে করছেন রাষ্ট্রসংঘের কূটনীতিকরা।