৯/১১ হামলার মাত্র কয়েক বছর পরের ঘটনা। তালিবানদের ক্ষমতা থেকে উৎখাত করেছে মার্কিন বাহিনী। মেয়েদের পড়াশোনার জন্য আলাদা স্কুল খোলা হয়েছে। সেই সময় কিশোরী নিলোফার রাহমানী তার সবথেকে কাছের বন্ধুকে বলেছিলেন, তিনি বড় হয়ে পাইলট হতে চান। তার বন্ধু হেসে কুটিপাটি হয়ে জবাব দিয়েছিল, 'কাবুলের আকাশে শুধুমাত্র দুটি জিনিসই ওড়ে, - পায়রা এবং আমেরিকানরা।' আসলে, তালিবানরা সরলেও, তখনও আফগান মহিলাদের অবস্থাটা ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতোই। কিন্তু, সেই পরিস্তিতিতে দাড়িয়েও স্বপ্নের উড়ান লাগিয়েছিলেন নিলোফার, তবে শীঘ্রই তার ডানা কেটে নিয়েছিল কট্টরপন্থীরা।