গানে বাজনায় সারাদিন মুখরিত থাকত আফগানিস্তান ন্যাশনাল ইনস্টিটিউট অব মিউজিক। ছেলেমেয়ের ভেদাভেদ ছিল না, সঙ্গীতের সাধারণ ভাষায় ভেঙে গিয়েছিল সব। নারী-পুরুষ নির্বিশেষে চলত গানেরর চর্চা। ই সঙ্গীত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দেশে তো বটেই েমনকী বিদেশের মাটিতেও সংগীত পরিবেশন করে েসেছে। তবে, অবস্থাটা েখন পাল্টে গিয়েছে। রুদ্ধ হয়েছে আফগান বাশি-সঙ্গীত। সঙ্গীতের মুর্ছনার বদলে শোনা যাচ্ছে তালিবানদের জুতোর আওয়াজ। পড়ে থাকা বাদ্যযন্ত্রগুলিতে জমছে ধুলো। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, আফগানিস্তানের ই খ্য়াতনামা সঙ্গীত প্রতিষ্ঠানের করুণ অবস্থার চিত্র তুলে ধরেছে -