আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল মার্কিন যুক্তারাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর কিম তেমনভাবে আর পরমাণু অস্ত্র নিয়ে পরীক্ষা করেননি। অস্ত্র নিয়ে মিছিলও তেমন হয়নি উত্তর কোরিয়ায়য দীর্ঘ দিনপর এটাই সামরিক কুচকাওয়াজ বলা যেতে পারে। তবে গোয়ান্দের রিপোর্ট অনুযায়ী পরমাণু পরীক্ষাথেকে মোটেও বিরত নেই তিনি। তলে তলে পরীক্ষাগারে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি।