উত্তর কোরিয়ার একচ্ছত্র নেতা কিম জং-উন। এতদিন তাঁর বোন কিম ইয়ো-জং'ই তাঁর পরবর্তী শাসক বলে মনে করা হতো। কিমের প্রশাসনেও দুই নম্বর জায়গাটি ছিল তাঁরই। কিন্তু, অতি সম্প্রতি ইয়ো-জং-এর জায়গাটি দখল করে নিয়েছেন কিম জং-উন প্রাক্তন প্রেমিকা, এমনটাই শোনা যাচ্ছে। এই প্রাক্তন প্রেমিকা আবার উত্তর কোরিয়ার একজন জনপ্রিয় পপ-তারকা-ও বটে।