চেয়ার হারানোর ভয় পাচ্ছেন কিম
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সব স্বৈরশাসকদের যে সমস্যা হয়, সেই অবিশ্বাসের রোগে ভোগেন কিম জং-উন'ও। বিশেষ করে ইয়ো-জং'এর প্রতি কিম-এর বিশ্বাস হারানোর যথেষ্ট কারণ রয়েছে। কারণ, কিমের এই জাঁদরেল বোনই তাঁর জায়গা নেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি।