ইম্পেরিয়াল কলেজ লন্ডন-এর চিকিত্সক অ্যাডাম হ্যাম্পশায়ার এই গবেষণার নেতৃত্বে দিয়েছেন। ৮৪,০০০ জনেরও বেশি রোগীকে নিয়ে তাঁরা গবেষণা করে দেখেছেন সংক্রমণের মাত্রা যেইসব ক্ষেত্রে গুরুতর, সেইসব রোগীর ক্ষেত্রে করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘ কয়েক মাস পর্যন্ত কগনিটিভ ডেফিসিয়েন্সি বা জ্ঞানগত ঘাটতির দেখা দিতে পারে। উপসর্গমুক্ত হয়ে যাওয়ার পরও রোগীদের উল্লেখযোগ্য জ্ঞানগত ঘাটতি দেখা যাচ্ছে বলে তাঁরা গবেষণাপত্রে জানিয়েছেন।