কিম জং উন উত্তর কোরিয়ার প্রধান। বর্তমানে তিনি অসুস্থ। দীর্ঘ দিন ধরেই লোকচক্ষুর অন্তরালে রয়েছেন কিম। তাঁকে নিয়ে মুখে কুলুপ এঁটেছে উত্তর কোরিয়ার স্টেট মিডিয়া। কিন্তু রীতিমত কাজ চালিয়ে যাচ্ছে প্রতিবেশী তথা প্রতিদ্বন্দ্বী দেশ দক্ষিণ কোরিয়া। সূত্রের খবর অপারেশনের পর গুরুতর অসুস্থ কিম। কিন্ত একটি বিবৃতি জারি করে পেন্টাগন জানিয়েছে কিমের অবস্থা স্থিতিশীল। সেনাবাহিনীর পুরো কর্তৃত্বই রয়েছে তাঁর হাতে। তবে এরই মধ্যে উত্তর কোরিয়ার পরবর্তী প্রধান নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। নাম উঠে আসছে কিমের বোন কিম ইয়ো জংএর। কারণ কিম আর রি-র তিন সন্তান থাকলেও তারা দেশের শাসককাজ চালানোর পক্ষে অনেকটাই ছোট। কিমের প্রথম সন্তানের জন্ম হয় ২০১০ সালে।