দুর্ভিক্ষ
এছাড়া তিনি বলেছেন, 'বিরাট সমস্যার মোকাবিলা করার পরও মানবসভ্যতা-কে অধিকতর জটিল সমস্যার জন্য প্রস্তুত থাকতে হবে'। এই সমস্য়াগুলি 'বৃষ্টিপাত, রক্ত, দুগ্ধ, দুর্ভিক্ষ, ইস্পাত ও মহামারি' থেকে আসতে পারে। এর থেকে অনেকেই মনে করছেন, মানব সভ্যতার সর্বনাশের শুরুটা হবে মহামারি, দুর্ভিক্ষ এবং ভূমিকম্প দিয়ে। মহামারি হয়ে গিয়েছে, তাই এবার দুর্ভিক্ষের পালা। বিশ্বব্যাপী মহামারির ফলে ২০২১ সালে খাদ্য নিরাপত্তা বিষয়ে সমস্যা হতে পারে বলে ইতিমধ্য়ে সতর্কও করেছে রাষ্ট্রসংঘ।