২০২০-র থেকে খারাপ বছর আর হতে পারে না। সকলেই এই কথা বলে আশা করছেন, ২০২১ এলেই সব ঝঞ্ঝা কেটে যাবে। কিন্তু, সেই গুজড়ে বালি। অন্তত বিখ্য়াত ফরাসী দার্শনিক চিকিত্সক, ঔষধবিদ তথা ভবিষ্যৎবেত্তা মিশেল দে নস্ত্রাদামুস-এর ভবিষ্যৎবাণী কিন্তু অন্য কথা বলছে। 'লে প্রফেসিটি' নামক বিখ্যাত গ্রন্থে তিনি তাঁর ভবিষ্যৎবাণীগুলি শ্লোক বা অনুকবিতার আকারে লিখে গিয়েছিলেন। পাঁচ শতাব্দী আগে লেখা সেই গ্রন্থ বারবারই বিস্মিত করেছে বিশ্ববাসীকে। এখনও অবাক করে চলেছে। তাঁর মতে, ২০২১ সালটা কিন্তু, ২০২০-র থেকেও আরও বেশি বিপজ্জনক এবং ধ্বংসাত্মক হতে চলেছে। দেখে নেওয়া যাক, সামনের বছরের জন্য কী কী বলেছেন তিনি -