পঞ্জশেরের চারপাশ ঘিরে রয়েছে তালিবানদের শক্ত ঘাঁটি। আর মার্কিন বাহিনী আফগান বাহিনীকে যে অত্যাধুনিক অস্ত্র, সাঁজোয়া যান, রকেট লঞ্চার এবং সামরিক যান দিয়ে গিয়েছিল তা এখন তালিবানদের হাতে। তাই তারা এখন আর শুধু বন্দুক হাতে জঙ্গি বাহিনী নয়, তারা এখন একটি পেশাদার সামরিক বাহিনীর সমান শক্তিশালী।