একটা সময় আফগানিস্তানের রাজা আহমেদ শাহ দুরানি, যিনি আবার জাতিতে পুশতুন ছিলেন, তিনি এবং তাঁর সৈন্যবাহিনী ভারত আক্রমণ করেছিলেন। ভারতীয় ভূখণ্ডের বেশকিছুটা অংশ দখলও করে নিয়েছিলেন দুরানি। অতিতকাল থাকেই তার ভৌগলিক অবস্থানে আফগানিস্তান ছিল পাহাড়ে ঘেরা একটা রুক্ষ মরুপ্রান্তর। সেখানে ভারতীয় ভূখণ্ড ছিল শস্য-শ্যামলা-ঊর্বর এক ভূমি। ভারতীয় রত্ন এবং জহরতের চাহিদা তখন সর্বজন বিদিত ছিল। ফলে বহিঃশক্তির কাছে ভারত ছিল লুঠপাটের এক আদর্শস্থান।