'আমার বিশ্বাস হচ্ছে না যে বিশ্ব আফগানিস্তানকে পরিত্যাগ করেছে। আমারা বন্ধুরা এখন মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে। তালিবানরা আমাদের আফগান মহিলাদের মেরে ফেলবে। আর আফগান মহিলারা মাথা তুলে স্বাধীন হতে পারবে না।'-- এমন এক কাতর আর্তনাদ রবিবার ঠিকরে বেরিয়ে এসেছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। এক আফগান মহিলা কাবুল থেকে আসা এয়ার ইন্ডিয়ার বিমান থেকে নামতেই এমনভাবে আর্তনাদ করে উঠেছিলেন। না- এটা কোনও বারাবারি রকমের আর্তনাদ নয়। এটা গত কয়েক দশক ধরে চলা আফগানিস্তানের রাজনৈতিক অস্থিরতার এক জ্বলজ্যান্ত নির্দশন। যেখানে উদার সংস্কৃতির কপাট বন্ধ করে এক সঙ্কীর্ণমনা, অতি সংরক্ষণশীল এবং মহিলাদের বুনিয়াদি অধিকারকে অস্বীকার করার সংস্কৃতির জন্ম দিয়েছে আফগানিস্তান। অথচ, ১৯৭২ সালের আগে আফগানিস্তানের বুকে মহিলা স্বাধীনতার ছবিটা এমন ছিল না। এক উদার মনস্ক অত্যাধুনিক সংস্কৃতির ধারক হিসাবে বিশ্বের বুকে স্থান করে নিয়েছিল আফগানিস্তান।