তবে তা একেবারেই কথার কথা বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। কারণ একইসঙ্গে তালিবানরা জানিয়েছে, ইসলামি আইন নারীদের যে যে কাজের অনুমতি দেয়, তাই করতে পারবে তারা। সেইসঙ্গে, ইতিমধ্যেই যেসব এলাকা পুরোপুরি তালিবানদের দখলে রয়েছে, সেখানে প্রতিশোধমূলক হত্যাকাণ্ড এবং বিশেষ করে মহিলাদের উপর নৃশংস কৌশল প্রয়োগ, হিংসার প্রমাণ পাওয়া গিয়েছে।