ফিরছে মায়োসিন যুগের কার্বন ডাইঅক্সাইড , একটানা শব্দ করে চলেছে বয়ুমণ্ডল, হতবাক বিজ্ঞানীরা

পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ১ কোটি ৫০ লাখ বছর আগের সর্বোচ্চ অবস্থায় পৌঁছাবে শীঘ্রই। পৃথিবীর অবস্থার গতিপ্রকৃতি দেখে বিজ্ঞানীরা জানিয়েছেন, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এমন এক অবস্থায় ফিরছে যা মানুষের কোনো ঘনিষ্ট পূর্ব প্রজাতিও দেখেনি। এদিকে হাওয়াই ইউনিভার্সিটি এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন এক নতুন তত্ত্ব। গবেষকরা দাবি করছেন  পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডল একটি ঘন্টার মতো  বেজে চলেছে। 

Asianet News Bangla | Published : Jul 11, 2020 1:11 PM IST
19
ফিরছে মায়োসিন যুগের কার্বন ডাইঅক্সাইড , একটানা শব্দ করে চলেছে বয়ুমণ্ডল, হতবাক বিজ্ঞানীরা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী ব্যাপক লকডাউন শুরু হওয়ার আগের এক তথ্য অনুযায়ী জানা গিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আগামী ৫ বছরের মধ্যে ৪২৭ পার্টস পার মিলিয়ন স্পর্শ করবে। এর অর্থ হলো বাতাসের প্রতি দশ লাখ অণুর প্রায় ৪২৭টি অণু কার্বন ডাই অক্সাইডের হবে।

29

 বায়ুমণ্ডলের এই  অবস্থা ৩৩ লাখ বছর আগের অর্থাৎ- মধ্য প্লায়োসিন যুগের মত উত্তপ্ত। প্রাগৈতিহাসিক মধ্য প্লায়োসিন যুগে তাপমাত্রা এখনকার অবস্থা থেকে ৩ থেকে ৪ সেলসিয়াস বেশি ছিলো এবং সমুদ্র উচ্চতা ছিলো এখনকার চেয়ে প্রায় ২০ মিটার বেশি।

39

তবে বিখ্যাত জার্নালে ন্যাচারে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখানো হয়, ২০২৫ সাল নাগাদ পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হবে দেড়শ কোটি বছর আগে, মধ্য মায়োসিন যুগের মত।  মনে করা হয়, প্রাগৈতিহাসিক ওই যুগেই মূলত মানুষের উৎপত্তি হয়েছে।

49

গবেষণা প্রতিবেদনটির একজন লেখক থমাস চাক বলেন,  প্লায়োসিন যুগে পৃথিবীর সর্বোচ্চ উষ্ণ এলাকায় বায়ুমণ্ডলে ৩৮০ থেকে ৪২০ পার্টস পার মিলিয়ন কার্বন ডাই অক্সাইড ছিলো। পৃথিবীর বায়ুমণ্ডলে এখন ৪১৫ পিপিএম কার্বন ডাই অক্সাইড বিরাজমান। অর্থাৎ মধ্য প্লায়োসিন যুগের অবস্থায় আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি।

59

তিনি বলেন, বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড প্রতি বছর ২.৫ পিপিএম হারে বাড়ছে। এর অর্থ হলো ২০২৫ সাল নাগাদ বায়ুমণ্ডলে ৩৩ লাখ বছরেরও বহু আগের অবস্থার চেয়েও কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে।
 

69

পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বুঝায়, যা পৃথিবী তার মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রাখে।

79

এদিকে হাওয়াই ইউনিভার্সিটি এবং কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আবিষ্কার করেছেন এক নতুন তত্ত্ব।

89

গবেষকরা দাবি করছেন  পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডল একটি ঘন্টার মতো  বেজে চলেছে। যা গত  দুই শতাব্দীর তত্ত্বগুলি নিশ্চিত করে।

99

তবে এই "সংগীত", আমরা শুনতে পাই না, এটি বায়ুমণ্ডলীয় চাপের বৃহত আকারের তরঙ্গের আকারে পৃথিবী জুড়ে বিস্তৃত এবং নিরক্ষীয় অঞ্চলে প্রসারতি। প্রতিটি তরঙ্গ হল বৈশ্বিক বায়ুমণ্ডলের একটি অনুরণনকারী কম্পন।

Share this Photo Gallery
click me!

Latest Videos