অবশেষে মিলল করোনাভাইরাসের জোরালো দাওয়াই। একদিকে যেমন করোনার টিকা তৈরির কাজে এগিয়ে চলেছেন বিভিন্ন দেশের গবেষকরা, তেমনই করোনাভাইরাসের নিরাময়ক ওষুধ তৈরির গবেষণাও চলছে। সম্প্রতি এই সংক্রান্ত গবেষণায় দক্ষিণ আমেরিকার স্তন্যপায়ী প্রাণী লামা-দের থেকে দুটি স্থিতিশীল অ্যান্টিবডি পেয়েছেন বিজ্ঞানীরা, যেগুলি গবেষণাগারে সার্স-কোভ-২ বা নতুন করোনারভাইরাসটিকে কাবু করতে পারে। স্বভাবতই এই অগ্রগতি নিয়ে বিশ্বব্যপী গবেষকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে। এতে করে কোভিড-১৯'এর নিরাময়ক তৈরিতে আরও একধাপ এগোনো গেল বলে মনে করা হচ্ছে।