শুরু মোদীর বাংলাদেশ সফর, পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানালেন শেখ হাসিনা, দেওয়া হল গার্ড অফ অনার
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উজ্জাপন উপলক্ষে দুদিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টাকা পৌছলেন তিনি। তাকে স্বাগত জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা বিশ্বে ১৫ মাস পর কোনও বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর দুদিনের বাংলাদেশ সফর খুবই গুরুত্বপূর্ণ বলেও মনে করা হচ্ছে।
শুক্রবার সাড়ে দশটার কিছু পরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছয় প্রধানমন্ত্রী মোদীর বিশেষ বিমান। বিমান থেকে বেরিয়েই হাত জোড় করে সবাইকে প্রণাম করেন মোদী।
বিমান বন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে তিনি সৌজন্য বিনিময়ও করেন মোদী।
বিমানবন্দরেই প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয় বাংলাদেশ সেনাবাহিনী। ২১ তোপধ্বনী দিয়ে স্বাগত জানানো হয় তাঁকে। গার্ড অফ অনারের সময় বেজে ওঠে দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ধনধান্য পুষ্প ভরা।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উজ্জাপন উপলক্ষে এবার মোদীর ঢাকা সফর। দুদিনের কর্মসূচিতে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখান থেকে বাংলাদেশের আন্তর্জাতিক স্মৃতি শৌধে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
পুষ্পস্তবক দিয়ে স্মৃতি শৌধে শহিদদের শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন বাংলাদেশের সেনা আধিকারিকরাও।
দুই দিনের বাংলাদেশ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শেখ মুজিবর রহমানের জন্মস্থানে যাবেন মোদী। সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন তিনি।
এছাড়াও দু’দিনের এই সফরের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন সাতক্ষীরার ঈশ্বরীপুরে। সেখানে মতুয়া সমাজের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের পৈত্রিক ভিটে দর্শন করবেন।
এছাড়াও দুই দেশের রাজনৈতিক দিক থেকে দেখতে গেলেও এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ। দুই দেশের দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন মোদী।