তবে এই সবুজ প্রাচীর এই দেশের উত্তর-পশ্চিমে বিরাজমান মরুভূমির বিরুদ্ধে কতটা কার্যকর হবে তাই নিয়ে বিতর্ক ছিলই। বেজিং-এর পরিবেশগত স্বাস্থ্য বিশেষজ্ঞ প্যান জিয়াওচুয়ান জানিয়েছেন, সাম্প্রতিককালে বৃষ্টি এবং তুষারপাতত একেবারেই না হওয়ার, মরুভূমি অতিরিক্ত শুষ্ক হয়ে গিয়েছে। এরফলে ধুলোঝড় বা আঁধিগুলির তীব্রতা 'অত্যন্ত মারাত্মক' হয়ে উঠেছে। আর দুলো ঝড়গুলি বায়ুমণ্ডলের অনেক উপর দিয়ে আসছে বলে,বৃক্ষরোপন কর্মসূচি বিশেষ কার্যকর হচ্ছে না। তাই ধুলোকনা বাতাসে বয়ে রাজধানীতে পৌঁছে যাচ্ছে।