ইতিমধ্য়েই, তালিবানি শাসনে যে আফগানিস্তানে আজান ছাড়া কোনও সুর শোনা যাবে না, তা স্পষ্ট করে দিয়েছে তালিবানরা। ডেইলি মেইল-কে দেওয়া সাক্ষাতকারে েকই জাবিবুল্লা জানিয়েছে, ইসলামে সঙ্গীত নিষিদ্ধ। তাই তালিবানি শাসনে গান-বাজনা চলবে না। তিনি আরও বলেছেন, তালিবানদের আশা, সেটা আফগানিস্তানের মানুষ বুঝবেন। 'কাজেই এই ধরনের কাজ (গান-বাজনা) যাতে তারা না করেন, তার জন্য মানুষকে বিশেষ চাপ দিতে হবে না', েমনটাই বলেছে তালিবান মুখপাত্র।