লালগ্রহ, অর্থাৎ মঙ্গল গ্রহ। বর্তমানে পৃথিবী থেকে সবচেয়ে কাছে অবস্থান করছে এই প্রতিবেশি। আর তাকে কাজে লাগিয়ে এই গ্রহে পারি দেওয়ার যেন প্রতিযোগিতা লেগেছে। তবে এই দৌড়ে আমেরিকা, চিনের মতো দেশকে পিছনে ফেলে সবার আগে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরশাহি। সোমবার জাপান থেকে তাদের একটি রকেটের সাহায্যে যাত্রা শুরু হল আমিরশাহির প্রথম মঙ্গল অভিযানের। খারাপ আবহাওয়ার কারমে কিছুটা দেরি হওয়ার পর সোমবার জাানের স্থানীয় সময় ৭টা নাগাদ মঙ্গলগ্রহের উদ্দেশ্যে রওনা দেয় তাদের 'আশা' নামের মঙ্গলযান।