এর কারণ, রাষ্ট্রসংঘ নিজেদের মানচিত্র নিজেরাই তৈরি করে। প্রতিটি মানচিত্রের নিচেই লেখা থাকে, মানচিত্রে যে সীমানা এবং এলাকার নাম দেখানো এবং যে পদবি ব্যবহার করা হয়েছে তা রাষ্ট্রসংঘের সরকারি অনুমোদন বা স্বীকৃতি পায়নি। ভারত, পাকিস্তান, চিন বা অন্য যে কোনও দেশের, যাদের সীমান্ত নিয়ে বিবাদ রয়েছে তাদের প্রত্যেকের দাবি করা মানচিত্রে এই বিষয়টি পরিষ্কার করা থাকে। আর রাষ্ট্রসংঘ তাদের নিজেদের মানচিত্রে সীমানা নির্ধারণ করে কোনও এলাকার প্রশাসনিক দখলের ভিত্তিতে।