মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে তালিবানরা যেসব প্রদেশ দখল করেছিল তারমধ্যে গুরুত্বপূর্ণ হল কুন্দুজ। এক আগেও ২০১৫-১৬ সালে এই প্রদেশ দখল করেছিল। কিন্তু কখনই বেশি দিন নিজেদের কব্জায় রাখতে পারেনি কুন্দুজকে। যদিও আফগান সরকার জানিয়েছে কুন্দুজ পুনরুদ্ধার করার জন্য সেনা বাহিনী প্রচেষ্টা শুরু করে দিয়েছে।