রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধকে (Ukraine Russia Crisis), এমনকী একাংশের রাশিয়ানরাও বলছেন একান্তই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) যুদ্ধ। তাঁর ইগো সন্তুষ্ট করার জন্যই এই যুদ্ধ। তাঁর এই ইউক্রেন আক্রমণ গোটা বিশ্বকেই তৃতীয় বিশ্বযুদ্ধের (Third World War) ভয়াবহ আশঙ্কার মুখে ঠেলে দিয়েছে। এই অবস্থায় অনেকেই বলছেন, স্বৈরশাসক-সম রুশ প্রেসিডেন্টের জীবনে প্রেম দরকার। বস্তুত, তাঁর জীবনে কিন্তু প্রেমের অভাব ছিল না। তবে, সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন উচ্চ-পদস্থ কেজিবি (KGB) এজেন্ট খুব ভাল করেই জানেন, কীভাবে কারোর মুখ বন্ধ রাখতে হয়। তাই, তাঁর উদ্দাম জীবনের বহু অংশই বাইরে আসে না। তাও, যা রটনা রয়েছে, তাও কম রসালো নয় -