এবার আসা যাক অলিম্পিক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার (Alina Kabaeva) কথায়। তাঁকে বলা হত, 'রাশিয়ার সবচেয়ে নমনীয় নারী'। আর, ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে, তাঁর এই নমনীয়তাতেই ডুবেছিলেন পুতিন, এমনটাই শোনা যায়। মস্কোর (Moscow) এক সংবাদপত্রের প্রতিবেদনে এমনটাও দাবি করা হয়েছিল যে, ২০০৮ সালে পুতিন আলিনাকে প্রায় বিয়ে করে ফেলেছিলেন। ওই সংবাদপত্রের মালিক ছিলেন, পুতিনের কেজিবির একজন প্রাক্তন সহকর্মী।