হংকং-এ নতুন করে জাতীয় নিরাপত্তা আইন জারি করেছে চিন সরকার। আর তাতে করে হংকং-এ স্বাধীনতার দাবি তোলাটাই নিষিদ্ধ হয়েছে। আন্দোলনকারী, স্কুল-কলেজ এবং গ্রন্থাগারের উপর চাপানো হচ্ছে সেন্সরশিপ। আর ড্রাগনের এই পদক্ষেপেই তাইওয়ানের শিরদাঁড়া দিয়ে বয়ে যাচ্ছে শীতল স্রোত। তাদের আশঙ্কা হংকং-এর পর বেজিং-এর নজর পড়বে গণতান্ত্রিক এবং স্ব-শাসিত দ্বীপরাষ্ট্র তাইওয়ানের দিকে।