এবার ধর্মগুরু হতে চলেছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। অন্তত, তিব্বতে গেলে তাই মনে হবে। এমনটাই জানিয়েছে রয়টার্স। এমনিতে তিব্বতে বিদেশি সাংবাদিকের প্রবেশ নিষিদ্ধ। তবে, এই বছর তিব্বতের উপর চিন তার নিয়ন্ত্রণ কায়েম করার ৭০তম বর্ষ উদযাপন করছে। সেই উপলক্ষ্যেই গত ৩১ মে থেকে ৫ জুন কয়েক ডজন সাংবাদিককে তিব্বত ঘুরে দেখার সুযোগ করে দিয়েছিল বেজিং। কী ছবি চোখে পড়ল সেখানে?