শুক্রবার, ৪ জুন ২০২১। ঠিক ৩২ বছর আগে, এই দিনেই চিনের রাজধানী বেজিং-এর ঠিক কেন্দ্রস্থলে অবস্থিত তিয়ানানমেন স্কোয়ার ও তার আশেপাশের অঞ্চলে নিজেদের নাগরিকদেরই গুলি করে হত্যা করেছিল চিনের কমিউনিস্ট সরকার। তাদের অপরাধ ছিল, একদলীয় শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র কায়েম করতে চেয়েছিল তারা, বেশিরভাগই ছিল কলেজ-বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র। তিয়ানানমেন স্কোয়ার ম্যাসাকার নামে পরিচিত, ১৯৮৯ সালের সেই ভয়ঙ্কর ঘটনায় হতাহতের পুরো হিসাব কোনওদিনই দেয়নি বেজিং। ঘটনার বেশ কয়েকদিন পরে সরকারি হিসাব বলেছিল মৃতের সংখ্যা প্রায় ৩০০, তাদের বেশিরভাগই পিএলএ-র সৈন্য।। তবে মানবাধিকার কর্মী ও প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত কয়েক হাজার। আরও কয়েক হাজার মানুষ গুরুতর আহত হয়েছিলেন। ঠিক কী ঘটেছিল ৩২ বছর আগে, আসুন দেখা যাক -