শুধু করোনার থাবা নয়, আইপিএল বন্ধের পেছনে রয়েছে অন্য কারণ

করোনার কারণে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। কেকেআর, সিএসকে, দিল্লি, সানরাইজার্স একের পর এক দলে করোনা সংক্রমণের জেরে আর ঝুঁকি না নিয়ে প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিল। কিন্তু আপাত দৃষ্টিতে আইপিএল বন্ধের কারণ কোভিড মনে হলেও, বিশেষজ্ঞরা মনে করছেন এর পেছনে রয়েছে অন্য কারণ। তাই আইপিএল বন্ধ না করলেও, হয়তো আরও বড় ক্ষতির মুখে পড়তে হত বিসিসিআইকে।

Sudip Paul | Published : May 6, 2021 5:42 AM IST
110
শুধু করোনার থাবা নয়, আইপিএল বন্ধের পেছনে রয়েছে অন্য কারণ

৯ এপ্রিল থেকে শুরু হয়েছিল আইপিএল। কিন্তু ২৯ টি ম্যাচ হতে না হতেই বন্ধ করে দিতে হল প্রতিযোগিতা। কারণ বায়ো বাবল ভেদ করে একের পর এক দলে করোনার থাবা। 

210

এই পরিস্থিতিতে প্লেয়ার, সাপোর্টিং স্টাফ সহ একাধিক  সদস্যকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ছিল বিসিসিআই। তাই করোনার কারণ দেখিয়ে আইপিএলকে অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। 
 

310

কিন্তু আইপিএলে বন্ধ হওয়ার পেছনে কি শুধু করোনা দায়ী। করোনা অন্যতম প্রধান কারণ হলেও, একটু খতিয়ে দেখলেই জানা যাবে আইপিএল স্থগিত হওয়ার পেছনে রয়েছে অন্য কারণও। 

410

তা হল টিআরপিতে বিরাট পতন। বার্ক-এর রিপোর্ট বলছে, এবার আইপিএলের ভিউয়ারশিপ ১৪ শতাংশ কমে গিয়েছিল। অর্থাৎ দেশ জুড়ে যখন মানুষ করোনার থাবায় নাজেহাল, তখন আইপিএল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল দর্শকরা।
 

510

বার্ক-এর রেটিং বলছে, আইপিএল স্থগিত না হলেও ভিউয়ারশিপ অনেকটাই কমে যেত। ২০২০ সালে আইপিএলের প্রতি ম্যাচে ভিউয়ারশিপ ৮.৩৪ মিনিট ছিল। কিন্তু এবার শেষ ১৭টি ম্যাচে ভিউয়ারশিপছিল ৬.৬২ মিনিট।
 

610

বার্ক-এর রিপোর্ট বলছে  আইপিএল শুরু হওয়ার প্রথম এক সপ্তাহ ভিউয়ারশিপ ঠিকঠিকই ছিল। কিন্তু দেশ জুড়ে করোনার ভয়াবহ রূপ যত বেড়েছে ততই কমেছে আইপিএলের টিআরপি।

710

বার্ক-এর রিপোর্ট বলছে  আইপিএল শুরু হওয়ার প্রথম এক সপ্তাহ ভিউয়ারশিপ ঠিকঠিকই ছিল। কিন্তু দেশ জুড়ে করোনার ভয়াবহ রূপ যত বেড়েছে ততই কমেছে আইপিএলের টিআরপি।

810

কিন্তু টুর্নামেন্ট গড়ানোর সঙ্গে সঙ্গে ভিউয়ারশিপ কমতে থাকে। যার প্রভাব পড়ে বিজ্ঞাপনেও। ফলে রেট নিয়েও সমস্যা তৈরি হয়। ফলে সব মিলিয়ে আইপিএল বন্ধের অন্যতম কারণ টিআরপির পতনও।
 

910

এমনিতেও টুর্নামেন্ট বন্ধ হওয়ায় দু'হাজারের কোটিরও বেশি টাকার ক্ষতি হয়েছে বিসিসিআই-এর। সম্প্রচারক সংস্থাকেও বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। বার্কের রেটিং বলছে, আইপিএল স্থগিত না হলেও ভিউয়ারশিপ অনেকটাই কমে যেত। যার ফলে আরও বড় ক্ষতির মুখে পড়তে হতে পারত বিসিসিআইকে।

1010

ফলে এবার আইপিএলের যদি ভিউয়ারশিপ অনেকটাই কমে যেত তাহলে পরের বারও আইপিএল থেকে আয় অনেকটাই কমে যেতে পারত বিসিসিআইয়ের। সব দিক বিচার বিবেচনা করেই আইপিএল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌরভের বৌর্ড।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos