আইপিএল, আন্তর্জাতিক ফর্ম্যাট ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে ৬৮২১ টি২০ রানের মালিক মহেন্দ্র সিং ধোনি। আগামী আইপিএলে আর ১৭৯ রান করলেই সাত হাজারের ক্লাবে প্রবেশ করবেন সিএসকে অধিনায়ক। এর আগে যে ক্লাবের সদস্য হয়েছেন ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শোয়েব মালিক, বিরাট কোহলি, মার্টিন গাপটিলের মতো রথীরা।