আইপিএলে ৩০০টি ছক্কাঃ
২০০৮ আইপিএল এর শুরু থেকে এখনো পর্যন্ত ১২টি মরসুমে ১৯১টি ম্যাচে মহেন্দ্র সিং ধোনি হাঁকিয়েছেন ২৯৫টি ছক্কা। আর আজকের ম্যাচে পাঁচটি ছক্কা হাঁকাতে পারলেই ৩০০ ক্লাবে ঢুকে পড়বেন সিএসকে অধিনায়ক। ভারতীয়দের মধ্যে ৩০০টি ছক্কা হাঁকানোর নজির রয়েছে রোহিত শর্মা ও সুরেশ রায়নার। রোহিচের ছয় ৩৬১টি ও রা.নার ছয় ৩১১টি।