বিজয় হাজারে ট্রফিতে কর্ণাটকের হয়ে ৬০৯ রান করেন দেবদূত, লিস্ট এ ক্রিকেটে ৫৯ গড়েব ১৩ ম্যাচে ৬৫০ রান করেন তিনি। অনুর্ধ্ব ১৯ ইন্ডিয়া টিমেও খেলেছেন পাড়িকল। তবে আইপিএলের অভিষেকেই তিনি যে ইনিংসটা খেলেছে তা তার জীবন বদলে দিতে পারে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। দেবদূত পাড়িকলের ব্যাট থেকে এমন অনেক ইনিংস দেখার অপেক্ষায় আরসিবি দল ও সমর্থকরা।