আইপিএলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ওরা, তালিকায় কারা, জানুন

Published : Nov 18, 2020, 10:59 PM IST

শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২০। এবারের আইপিএলেও দর্শকদের মনোরঞ্জনের কোনও কোনও খামতি রাখেননি আইপিএলের বিগ হিটার। গোটা প্রতিযোগিতা কার্যত ছয়ের ঝড় বইয়েছেন ব্যাটসম্যানরা। চলুন দেখা য়াক আইপিএল ২০২০-তে সব থেকে বেশি ছয় মারার হিসেবে প্রথম ১০ ব্যাটসম্যানের তালিকা।

PREV
110
আইপিএলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ওরা, তালিকায় কারা, জানুন

১.ইশান কিষাণ (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৪
ছয়-  ৩০

210

২.সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস)
ম্যাচ- ১৪
ছয়- ২৬

 

310

৩.হার্দিক পান্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৪
ছয়- ২৫

 

410

৪.নিকোলাস পুরান (কিংস ইলেভেন পঞ্জাব)
ম্যাচ- ১৪
ছয়- ২৫

510

৫.ইয়ন মর্গ্যান (কেকেআর)
ম্যাচ- ১৪
ছয়- ২৪
 

610

৬.ক্রিস গেইল (কিংস ইলেভেন পঞ্জাব)
ম্যাচ- ৭
ছয়- ২৩

710

৭.কেএল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব)
ম্যাচ- ১৪
ছয়-  ২৩

810

৮.এবি ডিভিলিয়ার্স (আরসিবি)
ম্যাচ- ১৫
ছয়- ২৩

910

৯.কায়রন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৬
ছয়- ২২
 

1010

১০.কুইন্টন ডিকক (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৬
ছয়- ২২

click me!

Recommended Stories