আইপিএলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ওরা, তালিকায় কারা, জানুন

শেষ হয়ে গিয়েছে আইপিএল ২০২০। এবারের আইপিএলেও দর্শকদের মনোরঞ্জনের কোনও কোনও খামতি রাখেননি আইপিএলের বিগ হিটার। গোটা প্রতিযোগিতা কার্যত ছয়ের ঝড় বইয়েছেন ব্যাটসম্যানরা। চলুন দেখা য়াক আইপিএল ২০২০-তে সব থেকে বেশি ছয় মারার হিসেবে প্রথম ১০ ব্যাটসম্যানের তালিকা।

Sudip Paul | Published : Nov 18, 2020 5:29 PM IST
110
আইপিএলে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ওরা, তালিকায় কারা, জানুন

১.ইশান কিষাণ (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৪
ছয়-  ৩০

210

২.সঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস)
ম্যাচ- ১৪
ছয়- ২৬

 

310

৩.হার্দিক পান্ডিয়া (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৪
ছয়- ২৫

 

410

৪.নিকোলাস পুরান (কিংস ইলেভেন পঞ্জাব)
ম্যাচ- ১৪
ছয়- ২৫

510

৫.ইয়ন মর্গ্যান (কেকেআর)
ম্যাচ- ১৪
ছয়- ২৪
 

610

৬.ক্রিস গেইল (কিংস ইলেভেন পঞ্জাব)
ম্যাচ- ৭
ছয়- ২৩

710

৭.কেএল রাহুল (কিংস ইলেভেন পঞ্জাব)
ম্যাচ- ১৪
ছয়-  ২৩

810

৮.এবি ডিভিলিয়ার্স (আরসিবি)
ম্যাচ- ১৫
ছয়- ২৩

910

৯.কায়রন পোলার্ড (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৬
ছয়- ২২
 

1010

১০.কুইন্টন ডিকক (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৬
ছয়- ২২

Share this Photo Gallery
click me!

Latest Videos