ছোলে ভাটুরে শুধু পঞ্জাব নয়, দেশের সমস্ত প্রান্তের মানুষরাইস খেতে খুব পছন্দ করে। এর স্বাদ এমন যে অল্প তে মন ভরে না। দিল্লিতেও ছোলে ভাটুরে খুবই জনপ্রিয়। আর দিল্লির রাস্তায় এমন প্রচুর দোকান ও ঠেলা গাড়ি রয়েছে যারা ছোলে ভাটুরে বিক্রি করেন। তার মধ্যে 'রামা ছোলে ভাটুরে' খুবই জনপ্রিয়।