আইপিএলে কি শুরু থেকে খেলবেন ইয়ন মর্গ্যান, আঙুলের চোট নিয়ে আপডেট দিল কেকেআর

আঙুলে চোট লাগা ও সেলাই করার  পর থেকেই সংশয় তৈরি হয়েছিল আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন কিনা ইয়ন মর্গ্যান। তার চোট নিয়ে ইংল্য়ান্ড দলের থেকে বেশি চিন্তায় ছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল শুরুর সাত দিন আগে অবশেষে ইয়ন মর্গ্যানের চোট নিয়ে আপডেট দিল কেকেআর শিবির।

Sudip Paul | Published : Apr 2, 2021 10:28 PM
110
আইপিএলে কি শুরু থেকে খেলবেন ইয়ন মর্গ্যান, আঙুলের চোট নিয়ে আপডেট দিল কেকেআর

ভারতের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। সেলাইও পড়ে তার আঙুলে। ভারত-ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান মর্গ্যান।

210

কিন্তু তারপর থেকেই প্রশ্ন তৈরি হয়েছিল আইপিএলের শুরু থেকে আদৌ খেলতে পারবেন কিনা কেকেআর অধিনায়ক। যা নিয়ে উদ্বেগ বাড়ছিল টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের মধ্যে।

310

গতবার মরসুমের মাঝ পথ থেকে অধিনায়কের দায়িত্ব সামলিয়েছিলেন ইয়ন মর্গ্যান। কিন্তু এবার প্রথম থেকে তাকে সেনাপতি করেই আইপিএল জয়েরর রণনীতি তৈরি করছিল কিং খানের দল।

410

যদিও চোট থাকলেও, প্রথম থেকেই আইপিএল কেলার বিষয়ে আশাবাদী ছিলেন মর্গ্যান। গত বুধবার মরগ্যান জানিয়েছিলেন আগের থেকে অনেক ভালো আছি। সেলাই কাটার পর বুঝতে পারব অনুশীলনে যোগ দিতে পারব কিনা।
 

510

অবশেষে মর্গ্যানের চোট নিয়ে আপডেট দিল কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। সকল সমর্থকদের উদ্বেগের অবসান ঘটালো কেকেআর টিম ম্যানেজমেন্ট। 
 

610

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নাইট রাইডার্সের তরফে জানিয়ে দেওয়া হয়, অনুশীলনে ফিরেছেন ক্যাপ্টেন। তারপরই স্বস্তি ফেরে লকলের মধ্যে।

710

এদিন কেকেআরের তরফ থেকে ৪৪ সেকেন্ডের  একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। যেখানে দেখা যায় ব্যাট হাতে নকিং করছেন ইয়ন মর্গ্যান। 
 

810

যদিও পুরো দস্তুর এখনও প্যাড, গ্লাভস পড়ে নেটে ব্যাট করতে দেখা যায়নি মর্গ্যানকে। তবে নকিং করার সময় সাবলীলভাবে সবরকম শট খেলতে দেখা গিয়েছে কেকেআর অধিনায়ককে।

910

ভিডিও শেয়ার করে কেকেআরের তরফে ক্যাপশনে লেখা হয়, ‘মর্গ্যান কোথায়? মর্গ্যান কি খেলবেন? মর্গ্যান কি ফিট? কখনও সংশয় ছিল না। ক্যাপ্টেন মর্গ্যান মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন।’

1010

ফলে এদিন মর্গ্যানের অনুশীলন শুরু ও কেকেআর তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তা থেকে বলাই যায়, সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামবেন ইয়ন মর্গ্যান।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos