মরুদেশের আইপিএলে এই বোলাররা থামিয়েছিল ব্য়াটসম্য়ানদের ঝড়, দেখে নিন সেরা ১০-এর তালিকা

Published : Apr 05, 2021, 06:01 PM IST

আর হাতে মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু হতে চলেছে আইপিএল ২০২১। করোনা আববে দেশের মাটিতে আইপিএলকে ঘিরে চড়ছে উন্মাদনার পারদ। গতবার আরব আমিরশাহিতে আইপিএল ২০২০-তে শুধু ব্যাটসম্যানরাই নয়, দাপট দেখিয়েছে বোলাররাও। ফাস্ট বোলারদের পাশাপাশি অনবদ্য বোলিং করেছেন স্পিনাররা। তবে ৩০ উইকেট প্রতিযোগিতার সেরা উইকেট টেকার হয়েছেন দিল্লি ক্যাপিটালসের কাগিসো রাবাডা। পাশাপাশি দুরন্ত বোলিং করেছেন বুমরা, বোল্ট, নকিয়া, বরুণ চক্রবর্তীরা। চলুন দেখা যাক আইপিএল ২০২০-র সেরা ১০ বোলারদের পরিসংখ্যান।  

PREV
110
মরুদেশের আইপিএলে এই বোলাররা থামিয়েছিল ব্য়াটসম্য়ানদের ঝড়, দেখে নিন সেরা ১০-এর তালিকা

১.কাগিসো রাবাডা (দিল্লি ক্যাপিটালস)
ম্যাচ- ১৭
উইকেট- ৩০
বেস্ট বোলিং- ২৪/৪

210

২.জসপ্রীত বুমরা (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৫
উইকেট- ২৭
বেস্ট বোলিং- ১৪/৪

310

৩.ট্রেন্ট বোল্ট (মুম্বই ইন্ডিয়ান্স)
ম্যাচ- ১৫
উইকেট- ২৫
বেস্ট বোলিং- ১৮/৪
 

410

৪.আনরিখ নকিয়া (দিল্লি ক্যাপিটালস)
ম্যাচ- ১৬
উইকেট- ২২
বেস্ট বোলিং- ৩৩/৩
 

510

৫.যুজববেন্দ্র চাহল (আরসিবি)
ম্যাচ- ১৫
উইকেট- ২১
বেস্ট বোলিং- ১৮/৩
 

610

৬.রাশিদ খান (সানরাইজার্স হায়দরাবাদ)
ম্যাচ- ১৬
উইকেট- ২০
বেস্ট বোলিং- ৭/৩
 

710

৭.জোফ্রা আর্চার (রাজস্থান রয়্যালস)
ম্যাচ- ১৪
উইকেট- ২০
বেস্ট বোলিং- ১৯/৩
 

810

৮.মহম্মদ শামি (কিংস ইলেভেন পঞ্জাব)
ম্যাচ- ১৪
উইকেট- ২০
বেস্ট বোলিং- ১৫/৩
 

910

৯.বরুণ চক্রবর্তী (কেকেআর)
ম্যাচ- ১৩
উইকেট- ১৭
বেস্ট বোলিং- ২০/৫
 

1010

১০.টি নটরাজন (সানরাইজার্স হায়দরাবাদ)
ম্যাচ- ১৬
উইকেট-১৬
বেস্ট বোলিং-২৪/২

click me!

Recommended Stories