আইপিএল ২০২১-এ রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্সের সেরা ১১, জেনে নিন আপনিও

Published : Apr 06, 2021, 05:25 PM IST

৫ বারের আইপিএল চ্য়াম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এবার ৬ বারের হাতছানি। ২০১৯ ও ২০২০ সালে পরপর চ্যাম্পিয়ন হওয়ায় একইসঙ্গে সুযোগ রয়েছে আইপিএলের প্রথম দল হিসেবে ট্রফি জয়ের হ্যাটট্রিক করার। খাতায়-কলমে বিচার করলে এবারও আইপিএলের সবথেকে ফেভারিট রোহিত শর্মার দল। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার থেকে ফিল্ডিং সব বিভাগেই শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স। ৯ এপ্রিল আইপিএলের প্রথম ম্য়াচেই বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে মুখোমুখি হবে এমআই। তার আগে চলুন দেখা যাক কেমন হতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ।   

PREV
112
আইপিএল ২০২১-এ রোহিত শর্মার দল মুম্বই ইন্ডিয়ান্সের সেরা ১১, জেনে নিন আপনিও

মুম্বই ইন্ডিয়ান্সের পুরো দল-
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জশপ্রীত বুমরাহ, ধবল কুলকর্ণী, জেমস নিসাম, নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, ক্রুণাল পাণ্ডিয়া, কাইরন পোলার্ড, রাহুল চাহার, ক্রিস লিন, হার্দিক পাণ্ডিয়া, আনমোলপ্রীত সিং, মহসিন খান, অনুকুল রায়, ঈশান কিষণ, অর্জুন তেণ্ডুলকর, মার্কো জ্যানসেন, পীযুষ চাওলা, যুধবীর চরক, অ্যাডাম মিলনে।
 

212

কুইন্টন ডি’কক-
মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে গতবার দুরন্ত ছন্দে ছিলেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান। সঙ্গে সামলেছিলেন উইকেট রক্ষকের দায়িত্ব। এবারও দলের ওপেনিংয়ে প্রথম পছন্দ কুইন্টন ডি’কক।

312

রোহিত শর্মা-
গতবার ফাইনালে কার্যত একার কাঁধে দলকে ট্রফি এনে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। এবারও তার লক্ষ্য নিজের ফর্মে থাকা ও দলকে ষষ্ঠ ও হ্যাটট্রিক ট্রফি এনে দেওয়া।

412

সূর্যকুমার যাদব-
গতবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মিডল অর্ডারের প্রধান স্তম্ভ ছিলেন সূর্যকুমার যাদব। অনবদ্য পারফরমেন্সের সৌজন্যে সুযোগ পেয়েছেন বারতীয় দলেও। অভিষেক ম্য়াচে অর্ধশতরান গড়ে রেকর্ডও গড়েছেন তিনি। এবারও আইপিএলে নিজের ছন্দ ধরে রাখতে চাইবেন সূর্যকুমার যাদব।
 

512

ঈশান কিষাণ-
গতবার আইপিএলে নিজের জাত চিনিয়েছিলেন তরুণ তারকা ঈশান কিষাণও। ভারতীয় টি২০ দলের হয়ে অভিষেকে ঝোড়ো অর্ধশতরান করে নাম তুলেছেন রেকর্ড বুকে। এবারও রোহিতের দলে অন্যতম প্রদান তারকা হয়ে উঠতে পারেন তিনি।
 

612

কাইরন পোলার্ড-
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বহু যুদ্ধ জয়ের নায়কের নাম কাইরন পোলার্ড। শেষের দিকে হার্ড হিটিং থেকে প্রয়োজনে বোলিং, সব কিছুতই সিদ্ধহস্ত তিনি। পোলার্ড ছাড়া মুম্বই ইন্ডিয়ান্স দল ভাবাই যায় না।
 

712

হার্দিক পান্ডিয়া-
মুম্বই ইন্ডিয়ান্স দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিধ্বংসী ইনিংস থেকে মিডিয়াম পেস বোলিং, সঙ্গে দুরন্ত ফিল্ডিং মুম্বই ইন্ডিয়ান্স পল্টনের সেরা টিম ম্যান হার্দিক পান্ডিয়া।
 

812

ক্রুণাল পান্ডিয়া-
রোহিত শর্মার দলের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হার্দিকের ভাই ক্রুণাল পান্ডিয়া। বাঁ-হাতি স্পিন বোলিংয়ের পাশাপাশি বিধ্বংসী ব্য়াট করতে সক্ষম ক্রুণালও।

912

রাহুল চাহার-
গতবার আইপিএলও দলকে সাফল্য এনে দিয়েছেন লেগ স্পিনার রাহুল চাহার। জাতীয় দলের হয়েও ভালো পারফর্ম করেছেন। এবার আইপিএলে নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছন রাহুল চাহার।
 

1012

ন্যাথান কুল্টার নাইল-
মুম্বই ইন্ডিয়ান্স দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র অজি স্পিড স্টার ন্যাথান কুল্টার নাইল। গতবারও সীমিত সুযোগে ভালো পারফর্ম করেছিলেন তিনি। একইসঙ্গে প্রয়োজনে ব্যাটটাও ভালোই চলে অজি তারকার।
 

1112

ট্রেন্ট বোল্ট-
নিউজিল্যান্ড সহ বিশ্বের অন্যতম সেরা পেস বোলার ট্রেন্ট বোল্ট। গতবারও আগুনে বোলিং করেছিলেন তিনি। এবারও দলকে সাফল্য এনে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।

1212

জসপ্রীত বুমরা-
রোহিত শর্মার দলের পেস অ্যাটাকের সেরা অস্ত্র জসপ্রীত বুমরা। নতুন বলে সুইং থেকে পুরোনো বলে ডেথ ওভারে একের পর এক ইয়র্কার দেওয়া, সবেতে সিদ্ধহস্ত বুমরা।  বিয়ের পর মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন তিনিও।

click me!

Recommended Stories