মুম্বই ইন্ডিয়ান্সের পুরো দল-
রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি’কক, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জশপ্রীত বুমরাহ, ধবল কুলকর্ণী, জেমস নিসাম, নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, ক্রুণাল পাণ্ডিয়া, কাইরন পোলার্ড, রাহুল চাহার, ক্রিস লিন, হার্দিক পাণ্ডিয়া, আনমোলপ্রীত সিং, মহসিন খান, অনুকুল রায়, ঈশান কিষণ, অর্জুন তেণ্ডুলকর, মার্কো জ্যানসেন, পীযুষ চাওলা, যুধবীর চরক, অ্যাডাম মিলনে।