প্রথম ট্রফি জয়ে পাখির চোখ আইপিএল ২০২১, কেমন হবে বিরাট কোহলির আরসিবির সেরা একাদশ

১৩ মরসুম কেটে গেলেও এখনও প্রথম আইপিএল ট্রফি অধরা বরাবরের তারকা খোচিত দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার ২০২১ আইপিএলে আইপিএল জিততে বদ্ধ পরিকর বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সরা। কিন্তু প্রতিযোগিতার শুরু হওয়ার আগেই ধাক্কা খেতে হয়েছে বিরাটের দলকে। করোনা আক্রান্ত হয়ে দলের বাইরে যেতে হয়েছে দলের অন্যতম তরুণ তারকা দেবদূতপাড়িকলকে। সুস্থ হওয়ার পর কবে তাকে দলে পাওয়া যাবে তা নিয়ে নির্দিষ্ট কিছু জানা যায়নি। যদিও গতবারের তুলনায় এবার আরসিবি দল অনেক বেশি শক্তিশালী। দললে এসেছে কেন রিচার্ডসন, গ্লেন ম্যাক্সওয়েল, কাইল জেমিসনদের মত তারকারা। ফলে ৯ তারিখ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে আত্মবিসশ্বাসী বিরাট ব্রিগেড। চলুন দেখা যাক কেমন হতে চলেছে আরসিবির সম্ভাব্য সেরা একাদশ।
 

Sudip Paul | Published : Apr 6, 2021 1:19 PM IST
112
প্রথম ট্রফি জয়ে পাখির চোখ আইপিএল ২০২১, কেমন হবে বিরাট কোহলির আরসিবির সেরা একাদশ

আরসিবির পুরো দল-
বিরাট কোহলি, এবি ডি’ভিলিয়র্স, দেবদত্ত পাড়িক্কল, পবণ দেশপাণ্ডে, জশ ফিলিপস, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, অ্যাডাম জাম্পা, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, কেন রিচার্ডসন, গ্লেন ম্যাক্সওয়েল, শচিন বেবি, রজয় পাতিদার, মহম্মদ আজহারউদ্দিন, কাইল জেমিসন, ডানিয়েল ক্রিশ্চিয়ান, সুয়াশ প্রভুদেশাই, কেএস ভারত।
 

212

বিরাট কোহলি-
এবারের আইপিএল জেতার বিষয়ে প্রথম থেকেই আত্মবিশ্বাসী আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। প্রথম থেকেই একটা ভালো কিছু হতে চলেছে বলে অনুভূতির কথা বলেছেন বিরাট। এবার আরসিবির হয়ে ওপেন করবেন বিরাট কোহলি। নিজের ব্যাটে ছন্দে থাকার পাশাপাশি দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য বিরাট কোহলির।

312

মহম্মদ আজহারউদ্দিন-
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝোড়ো সেঞ্চুরির পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন মহম্মদ আজহারউদ্দিন। সেই সুবাদেই আইপিএল নিলামে তাকে আরসিবিতে নেওয়া হয়েছে। দেবদূত পাড়িকলওপেনিংয়ে প্রথম পছন্দ হলেও, তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ওপেনিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে আজহারউদদ্দিনকে।
 

412

সচিন বেবি-
দলের তিন নম্বরে সচিন বেবি ও মহম্মদ আজহারউদ্দিনের মধ্যে একজনের খেলার কথা, কিন্তু দেবদূত সুস্থ না হওয়া পর্যন্ত আজহার ওপেন করলে, আরসিবির তিন মনম্বরে খেলতে দেখা যেতে পারে সচিন বেবিকে।

512

এবি ডিভিলিয়ার্স-
দলের মিডল অর্ডারে অন্যতম সেরা ভরসা প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্স। গতবারও নিজের সেরা ছন্দে পাওয়া গিয়েছিল এবিডিকে। এবারও সেই বিধ্বংসী ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী ডিভিলিয়ার্স।
 

612

গ্লেন ম্যাক্সওয়েল-
আইপিএল নিলামের আগেই বিরাটের দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল। নিলামে তাকে দলেও নেওয়া হয়। বিগত কয়েক বছরে আইপিএলে ব্যর্থ হলেও, এবার আসরসিবির হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন ম্য়াক্সওয়েল।
 

712

কাইল জেমিসন-
বর্তমানে বিশ্বে যেসকল ক্রিকেটারদের আগামির মহাতারকা বলা হচ্ছে তাদের মধ্যে অন্যতম কিউই তারকা কাইল জেমিসন। পেস বোলিংয়ের পাশাপাশি বিধ্বংসসী ব্যাট করতেও সক্ষম তিনি। অনেকেই তাকে আন্দ্রে রাসেলের উত্তরসরী বলেন। আরসিবিতে তার জায়গা পাকা।
 

812
কেন রিচার্ডসন/ ড্যান ক্রিশ্চিয়ান- আরসিবিতে চতুর্থ বিদেশি খেলার জায়গায় দুজন অজি তারকার মধ্য লড়াই। একজন পেস বোলার কেন রিচার্ডসন, অপর জন মিডিয়াম পেস বোলার ও ব্যাটসম্যান ড্যান ক্রিশ্চিয়ান। পরিস্থিতি অনুযায়ী ২ জনকে খেলানো হবে বলে এখনও পর্যন্ত খবর আরসিবি সূত্রে।
912

ওয়াশিংটন সুন্দর-
আরসিবির স্পিন অ্যাটাকের অন্যতম সেরা ভরসা ওয়াশিংটন সুন্দর। স্পিন বোলিং করার পাশাপাশি প্রয়োজনে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে সক্ষম তিনি। 

1012

মহম্মদ সিরাজ-
অস্ট্রেলিয়া সফরে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ সিরাজ। গতবার আইপিএলেও দুরন্ত পারফর্ম করেছিলেন সিরাজ। এবারও নিজের ছন্দ ধরে রাখতে চান ডান হাতি পেসার।
 

1112

যুজবেন্দ্র চাহল-
বিরাটের দলে স্পিন অ্যাটাকে সেরা অস্ত্রের নাম লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। স্পিনের জাদুতে প্রতিবারই আইপিএলে নিজের জাত চিনিয়েছেন চতুর চাহল। এবারও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
 

 

1212

নবদীপ সাইনি-
ভারতীয় দলে সময়টা খুব একটা ভালো যায়নি নবদীপ সাইনির। নিয়মিত সুযোগও হারিয়েছেন তিনি। আইপিএলকে ফিরে আসার মঞ্চ হিসেবে দেখছেন সাইনি। আরসিবির হয়ে নিজের জাত আরও একবার চেনাতে চান তিনি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos