মুম্বই ইন্ডিয়ান্সের শক্তিঃ
ব্যাটিংয়ের পাশাপাশি পেস বোলিং বিভাগ মুম্বই দলের বড় শক্তি। স্পিন বিভাগে রয়েছে ক্রুণাল পান্ডিয়া ও রাহুল চাহার জুটি। তাছাড়া রয়েছেন বুমরাহ, ট্রেন্ট বোল্টের মতো বিশ্বের দুই সেরা পেসার। আইপিএলে বুমরাহের ইকোনমি রেট ৬.৭৩, বোল্টের ৭.৯৭ রান প্রতি ওভার।