২. সুরেশ রায়নাঃ
আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট দলের হয়ে খেললেও, আইপিএল কেরিয়ারের বেশিরভাগ সিজেন খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। এখনও পর্যন্ত আইপিএলে সুরেশ রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। সর্বাধিক স্কোর ১০০, গড় ৩৩.৩৪, স্ট্রাইক রেট ১৩৭.১৪। ২০২০ তে না খেললেও, এবার রায়নার চওড়া ব্যাটের উপর ভরসা রাখছে চেন্নাই ভক্তরা।