তাকে নিয়ে তৈরি করা কিছু মিম নিজেও শেয়ার করেছেন রিয়ানা। কেউ বলছেন চেন্নাইয়ের রায়না চলে গেলেও পঞ্জাবের রিয়ানা আছে, আবার কেউ বলছেন, আমি সেই দলেরই সমর্থক যে দলকে রিয়ানা সমর্থন করছেন, কেউ আবার মজা করে লিখেছেন পঞ্জাব নয়, ওই ম্যাচের বিজেতা ক্যামেরাম্যানই। এই রাতারাতি স্টারডামের বিষয়টি যে রিয়ানা নিজেও উপভোগ করছেন তা মিম শেয়ার থেকেই স্পষ্ট।