এবার আইপিএলে সবথেকে খারাপ অবস্থা কিংস ইলেভেন পঞ্জাব দলের। সেই দলেও রয়েছে একাধিক প্লেয়ার যারা দলবদল করতে পারবেন। তারা হলেন, ক্রিস গেইল, মুজিব উর রহমান, মুরুগান অশ্বিন, দীপক হুডা, ইশান পোড়েল, ক্রিস জর্ডন, সিমরন সিংহ, তাজিন্দর সিংহ, আর্শদীপ সিংহ, দর্শন নালখাণ্ডে, কৃষ্ণাপ্পা গৌতম, হার্ডাস ভিলিয়ন, হরপ্রীত ব্রার, জগদিশা সুচিৎ ও মনদীপ সিংহরা।